চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পতেঙ্গা থানাধীন খেজুরতলা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৪০ মিনিট) লাশের পরিচয় পাওয়া যায়নি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, লাশের আনুমানিক বয়স ২৫-৩০। এখনো পরিচয় মেলেনি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পরিচয় পেতে কাজ এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ওসি।