বাজারে বেসরকারি নানা প্রতিষ্ঠানের সিলিন্ডার দেখা গেলেও সরকারি এলপি গ্যাসের সিলিন্ডার দেখা যায় না। অভিযোগ রয়েছে, সরকারি এলপি গ্যাস ক্রস ফিলিং করে বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে বাজারে বিক্রি হচ্ছে। একটি ১২ কেজি ওজনের সরকারি এলপি গ্যাসের দাম ৬৯০ টাকা হলেও ক্রস ফিলিং করার পর তা বাজারে বিক্রি হচ্ছে ১৪শ থেকে ১৬শ টাকা পর্যন্ত। এভাবে একটি চক্র গ্রাহকের কাছ থেকে সিলিন্ডারপ্রতি বাড়তি আদায় করে নিচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা। সিলিন্ডার ভর্তি সরকারি গ্যাস বিক্রয়ে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র–এমন অভিযোগের প্রেক্ষিতে নগরীর পতেঙ্গার এলপি গ্যাস লিমিটেডের প্রধান কার্যালয় ও একই এলাকার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। গতকাল মঙ্গলবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। এনফোর্সমেন্ট টিম প্রথমে পতেঙ্গার এলপি গ্যাস লিমিটেডের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। এ সময় এনফোর্সমেন্ট টিম কার্যালয়টির প্রধান নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ বিষয়ে অবহিত করেন এবং কার্যালয় থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন।
পরে টিমের সদস্যরা একই এলাকার স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ বিষয়ে অবহিত করেন। সেখান থেকেও এনফোর্সমেন্ট টিম প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করার পর সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রি ও ডিলারশিপ প্রদানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে এনফোর্সমেন্ট টিম।
দুদক কর্মকর্তা সায়েদ আলম দৈনিক আজাদীকে বলেন, বেসরকারি গ্যাস বাজারে দেখা গেলেও মাত্র ৬৯০ টাকার সরকারি এলপি গ্যাস বাজার থেকে উধাও। বাজার থেকে সরকারি এ গ্যাস সিলিন্ডার উধাও হয়ে গেল; সেটি তদন্ত করার জন্য আমরা অভিযান চালিয়েছি। সরকারি এ গ্যাস বিক্রয়ে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করে দেখছি। আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রি ও ডিলারশিপ প্রদানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আরো রেকর্ডপত্র সংগ্রহ করব। এরপর তা পর্যালোচনা করে শীঘ্রই কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করা হবে।
তিনি বলেন, প্রতি বছর প্রায় ১৪ লাখ সিলিন্ডার সরবরাহ করা হলেও ডিলাররা ক্রস ফিলিং করে বেসরকারি সিলিন্ডারে বোতলজাত করে দ্বিগুণ দামে বিক্রি করছেন। একজন ডিলার একাধিক ডিলারের অথরাইজেশন ব্যবহার করে এককভাবে গ্যাস উত্তোলন করছেন। এসব অভিযোগ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের কার্যক্রম মাঠ পর্যায়েও চলবে।
উল্লেখ্য, চট্টগ্রামের ন্যায় গতকাল ঢাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনেও (বিপিসি) অভিযান চালিয়েছে দুদক।