পতেঙ্গার আদর্শ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৪৪ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকার ‘আদর্শ বেকারি’র বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ মামলায় বেকারিটিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার (৭ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই অভিযানে কাটগড় বাজার সংলগ্ন ইউসুফ বলির বাড়ি এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধাকতা সৃষ্টিকারী গেইট অপসারণ করে রাস্তাটি এলাকাবাসীর জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে স্বতন্ত্র ১৩, নৌকা ৪ ইউপিতে জয়ী
পরবর্তী নিবন্ধপাহাড় কাটা ও খাল ভরাটের দায়ে ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা