পতেঙ্গায় ৬ ডাকাত আটক দেশীয় অস্ত্র উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গোলাসহ রাশেদগিয়াস গ্রুপের ৬ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কোস্টগার্ড চট্টগ্রাম দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটকৃতরা হলোতৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনির উদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)। তারা সবাই আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।

কোস্টগার্ড সূত্রে জানানো হয়, পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় জলদস্যুর একটি দল ডাকাতির উদ্দেশ্যে সমুদ্রে অবস্থান নিচ্ছে এমন গোপন খবরে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। এ সময় ২ টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাশেদগিয়াস গ্রুপের সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদীন যাবত বর্হিনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটে ডাকাতি করতো বলে স্বীকার করে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়াম উল হক জানান, জব্দকৃত অস্ত্রসহ আটক ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজে ছাত্রদলের ৫ কর্মীকে মারধর
পরবর্তী নিবন্ধটেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বললেন সাকিব