১৩ কোটি টাকা ব্যয়ে নগরীর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে দুই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার উদ্বোধন হওয়া প্রকল্পের একটি হল ৬ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে ভিআইপি রোডের মাদ্রসা গেইট পর্যন্ত ড্রেন ও স্ল্যাবসহ রাস্তা নির্মাণ এবং দক্ষিণ পাড়া লেইন বাইলেইন সমূহের উন্নয়ন।
অপরটি ৬ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৪১ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া ভিআইপি মেইন রোড হতে কোনার দোকান থেকে চাইনিজ ঘাট এবং মোল্লা বাড়ির পশ্চিম অংশের রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ছালেহ আহাম্মদ চৌধুরী, নুরুল আমিন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ওয়াহিদুল আলম, উপ–সহকারী প্রকৌশলী মো. আলী। প্রেস বিজ্ঞপ্তি।