নগরীর পতেঙ্গা থানাধীন স্টিলমিল বাজার এলাকা থেকে মোহাম্মদ রায়হান (২০) নামে লোহাগাড়ার এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে ময়নাতদন্ত শেষে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চাকফিরানি আইরা বাপের পাড়ায় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রায়হান একই এলাকার কামাল উদ্দিনের পুত্র।
জানা যায়, গত রোববার দুপুর ১২টার দিকে নগরীর স্টিলমিল বাজার এলাকায় এক ভাড়া বাসা থেকে রায়হানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তারা সপরিবারে দীর্ঘদিন যাবত সেখানে বসবাস করে আসছেন। রায়হান পেশায় রং মিস্ত্রি। তার মা ফ্রিপোর্ট এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন ও পিতা গাড়ি চালক।
রায়হানের পিতা কামাল উদ্দিন জানান, ঘটনারদিন সকালে তার মা কর্মস্থলে চলে যান। এরপর তার ছেলে স্থানীয় সহপাঠীদের সাথে বাসার পাশে ফুটবল খেলে। তখন বাসায় কেউ ছিলেন না। দুপুরে বাসা থেকে রায়হানকে তার সহপাঠীরা সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পিতার দাবি তার ছেলে আত্মহত্যা করতে পারে না। তার ছেলেকে কে বা কারা মেরে ফেলে ফ্যানের সাথে ঝুঁলিয়ে রেখেছে বলে ধারণা করছেন।
স্থানীয় গ্রাম পুলিশ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রায়হান নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে শুনেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন বিস্তারিত জানতে পারেননি তিনি। স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিন জানান, এ ব্যাপারে তাকে পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেননি।