নগরীর পতেঙ্গা থানাধীন বেড়িবাঁধ মোড় এলাকায় রাস্ত পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মো. নুর হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যুতে হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার সময় এই ঘটনা ঘটে।
নিহত মো. নুর হোসেন (১৯) পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের আনসার মেম্বার বাড়ির মো নূরনবীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে মর্গে আছে।