পতেঙ্গায় মব তৈরি করে এসআইয়ের ওপর হামলা

গ্রেপ্তার ২, ওয়াকিটকি উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়াঘাট এলাকায় দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় পরিকল্পিত ‘মব’ তৈরির মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে টহলরত পুলিশ আশপাশের লোকজনের সহযোগিতায় ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন এবং এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করে। উদ্ধার করা হয় একটি চাকু ও মোটরসাইকেল। হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন পতেঙ্গা থানার উপপরিদর্শক ইউসুফ আলী। গ্রেপ্তাররা হলেন সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)। গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপপরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। পরে খবর পেয়ে সিবিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপপরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা মব সৃষ্টিকারী দুজনকে ধরে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) মাহমুদা বেগম জানান, এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধঢাবির কলা ভবনে উত্তোলন করা হয় পতাকা