পতেঙ্গায় ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ১২:২১ পূর্বাহ্ণ

পতেঙ্গা থানা এলাকার বিজয়নগরে এক নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাঁশ কবিরের ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম নাসিমা আক্তার। তিনি বিজয়নগরের স্থানীয় বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারীকে হত্যা করা হয়েছে।

তবে কী কারণে, কীভাবে হত্যা হয়েছে ময়নাতদন্তের পর বিষয়টি জানাতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম স্বেচ্ছাসেবক দল নেতা এরশাদ বহিষ্কার
পরবর্তী নিবন্ধভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া : প্রধান উপদেষ্টার দপ্তর