ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের দূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে পতেঙ্গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ডিসেম্বর বিকাল ৪ টায় কাটগড় মোড়ে পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মুজিবুল হক কোম্পানী। এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক কমিশনার মোঃ ইসমাইল, নগর যুবদলের সিনিয়র সহ–সভাপতি মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট শ্রমিক নেতা ও বিএনপি সহ–সভাপতি মোঃ আবু জাফর, মোঃ সোলায়মান, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, মোঃ হারুন কোম্পানি, মোঃ লোকমান কন্ট্রা, মোঃ রফিক, জসিমউদদীন, নুর মোহাম্মদ, সরোয়ার কামাল, ৪০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনজুর কাদের, কাজী ইসমাইল, গিয়াস উদ্দিন, আ. হাকিম, স্বেচ্ছাসেবক দলনেতা আ. মালেক ফারুক, জাহাঙ্গীর, সাবের, আমিনুর রহমান শামিল, যুবদলের মো. ইকবাল, লিমন, মুক্তার। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের দূতাবাস হামলাসহ জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মেনে নিবে না বাঙালি। ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করতে অপচেষ্টা চালাচ্ছে ভারতের দালালেরা। প্রেস বিজ্ঞপ্তি।