পতেঙ্গায় নারীর গলাকাটা লাশ উদ্ধার

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ১:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা এলাকা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২ টার দিকে দিকে পতেঙ্গা থানাধীন স্টিলমিল এলাকার চেয়ারম্যান গলিতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১টা ৪৫ মিনিট লাশের পরিচয় পাওয়া যায়নি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে কাজ করতেছি। এখনো ঘটনা সম্পর্কে কিছু জানতে পারেনি। তবে নিহত লাশের বাড়ি নেত্রকোনা বলে জানতে পারছি। নাম ঠিকানা জানার চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পেট্টোল বোমা হামলায় দগ্ধ সেই নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় নারীর গলাকাটা লাশ উদ্ধার