পতেঙ্গায় দেড় হাজার ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গার নেভাল একাডেমি এলাকা থেকে দেড় হাজার ক্যান বিয়ার উদ্ধার করেছে র‌্যাব। এসব বিয়ার ১৫টি প্লাস্টিকের বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. আরফিল ইসলাম ও মো. আবু তালেব। গত মঙ্গলবার রাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত দেড় হাজার ক্যান বিয়ার ও দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গতকাল র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সুকৗশলে টেকনাফ এবং কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে বিয়ার সংগ্রহ করে জেলা এবং নগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আলামতসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ আল নোমান চলে গেলেন, বড় ক্ষতি হয়ে গেল চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তালাবদ্ধ ঘরে আগুন