চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি ভাড়া বাসায় তালা ভেঙে বাসায় ডুকার চেষ্টাকালে স্থানীয়রা ধাওয়া করলে দুই যুবক গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
বুধবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে পতেঙ্গা থানাধীন উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকার জসিমের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুইজন যুবক বয়স ২৫-৩০ এর মধ্যে তারা জসিমের বিল্ডিংয়ের ২য় তলায় একটি ভাড়া বাসায় তালা ভেঙে ডুকার চেষ্টা করলে স্থানীয়রা ডাকাত ডাকাত বলে ধাওয়া করলে একজন সাদা প্যান্ট কালো পাঞ্জাবি পরিহিত আরেকজন গেঞ্জি ও মাথায় ক্যাপ পরিহিত দু’জন যুবক গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা মৌলানা এখলাছুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে অপরিচিত দু’জন লোক ভাড়া বাসায় তালা ভেঙে ডুকার চেষ্টা করলে স্থানীয়রা ডাকাত ডাকাত বলে ধাওয়া করেন। পরে ডাকারা গুড়ি ছুড়তে থাকেন। যার বাসায় ডুকার চেষ্টা করেছিল তারা ঈদ উপলক্ষে নিজ বাড়িতে গেছেন। এ ঘটনার পর থেকেই ওই এলাকায় আতংক বিরাজ করছে।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির মালিকের সাথেও কথা বলতেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।