চট্টগ্রাম নগরের পতেঙ্গায় টহল ভ্যানে একপি পণ্যবাহী পিকআপের ধাক্কায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পতেঙ্গা আউটার লিংক রোডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পতেঙ্গা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল হক, কনস্টেবল নজরুল ইসলাম, মশিউর রহমান ও সুজন খান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, পতেঙ্গায় টহল ভ্যানে পণ্যবাহী একটি পিকআপ ধাক্কা দেয়।
এতে একজন এএসআইসহ ৪ জন পুলিশ সদস্য আহত হন। দুইজনের অবস্থা গুরুতর। তারা মাথায় আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে এবং একজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে।