পতেঙ্গায় চুরি হওয়া রপ্তানির পোশাক রেলওয়ে সুপার মার্কেট থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়ার এসএপিএলডিপোতে যাওয়ার পথে চুরি হওয়া রপ্তানি পোশাক উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে কোতোয়ালী থানাধীন রেলওয়ে সুপার মার্কেট ১ নম্বর গলির আহমেদ পার্সেল সার্ভিসের অফিস থেকে ২ হাজার ৮১১ পিস পোশাক উদ্ধার করা হয়। এর আগে রপ্তানি পোশাক চুরির ঘটনায় গত ১৫ নভেম্বর মামলা করে নারায়ণগঞ্জের সদ্দিরগঞ্জ এলাকার আদমজীনগরের এপিক গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ। মামলার প্রেক্ষিতে ১৭ নভেম্বর কোতোয়ালী এলাকা থেকে কাউসার নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পতেঙ্গার চরপাড়া এসএপিএল ডিপোতে নেয়ার পথে রপ্তানি পোশাকের চালানটি চুরি হয়ে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে কাউসারকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে, রেলওয়ে সুপার মার্কেট থেকে চুরি হওয়া প্রায় ২ হাজার ৮১১ পিস পোশাক উদ্ধার করা হয়েছে।

পতেঙ্গা থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় স্বল্প সময়ের মধ্যে আসামিকে শনাক্ত করতে সক্ষম হই এবং আসামির দেওয়া তথ্যমতে চুরি হওয়া মালামাল উদ্ধার করি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে অযোগ্যই থাকল জামায়াত
পরবর্তী নিবন্ধএক সপ্তাহ ধরে সড়কটি ডুবে আছে কাদাপানিতে