পতেঙ্গায় খাল পরিদর্শনে ইসরাফিল খসরু

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

পতেঙ্গা থানা কৃষকদলের উদ্যোগে ৪১নং ওয়ার্ডের চরপাড়া খালের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন ও কৃষকের সমস্যা সমাধানে এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার পতেঙ্গার চরপাড়ায় খালের পাড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। সরেজমিনে গিয়ে তিনি খাল পরিদর্শন করেন এবং এখানকার সমস্যা নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন।

ইসরাফিল খসরু বলেন, পতেঙ্গায় খালের সমস্যা দীর্ঘদিনের। এখানকার খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবি স্থানীয়দের। আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি খালের সংস্কার কাজ ধরেছি। মহেশখালের কয়েকটি শাখা খালের কাজ সম্পাদন করা হয়েছে। পতেঙ্গায় খাল নিয়ে যে সমস্যা সেগুলো নিয়ে আমরা পাউবোর সাথে কথা বলবো। আশা করি, তারা দ্রুত এই এলাকার সমস্যা সমাধানে কাজ করবে।

এসময় এলাকাবাসী ও বিএনপির নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার নানান কারণ তুলে ধরেন। এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি। সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে শেষ হল জাতীয় আইন অলিম্পিয়াড
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ সীতাকুণ্ড গঠনে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি