বিএএফএস এফসি পতেঙ্গা বলার্স আয়োজিত আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট গতকাল দিনব্যাপী পতেঙ্গা চরপাড়াস্থ স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয়। ফাইনালে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ৩–০ গোলে মেরিন একাডেমি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা পতেঙ্গা উচ্চ বিদ্যালয় টিমে খেলেন। প্রাক্তন ছাত্রদের মধ্যে ছিলেন সুমন, আব্দুর রহিম ফটিক, আসিফ, ইমন, ইমতিয়াজ, সামি, বাবু। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন জোবায়ের বাসার। উক্ত টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনালে ম্যাচ সেরা হন– ইমতিয়াজ, সর্বোচ্চ গোলদাতা– আব্দুর রহিম ফটিক ও সেরা গোলকিপার– ইমন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক– সৌরভ, ইশান, মুরাদ, সাদ, মোস্তফা ও সামিন। রেফারির দায়িত্ব পালন করেন মাসুদ।