পতিত জমিতে সবজি চাষে সাফল্য

আনোয়ারার ঝিওরি জোত খাল

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

আনোয়ারার ঝিওরি জোত খালের দুই পাড়ে থাকা এক কিলোমিটার পতিত জমিতে সবজি চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকের। প্রশাসন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও বিএডিসির সহযোগিতায় বিষমুক্ত এবং আধুনিক পোকা দমন প্রযুক্তির ব্যবহারে নতুন মডেল স্থাপিত হয়েছে সেখানে। নতুন প্রযুক্তির ব্যবহার চট্টগ্রাম বিভাগে এটাই প্রথম বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার মো. হাসানুজ্জামান। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ বলেন, উপজেলায় বিষমুক্ত সবজি উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনার পাশাপাশি কৃষি প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে গত ৩ বছরে আমরা প্রত্যাশিত সফলতা পেয়েছি।
উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, এটি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অবদান। বেড়িবাঁধ, হাইড্রোলিক বাঁধ, স্লুইচগেট প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষিতে বিপ্লব এসেছে। অপরদিকে বিষমুক্ত সবজি চাষের ফলে আনোয়ারায় বর্ষাকালীন ঘাটতি পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শোলকাটা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ দে বলেন, জোয়ারের পানি, জলাবদ্ধতা ও নদী ভাঙনের ফলে ঝিওরি জোত খালের দুই পাড়ে দীর্ঘদিন ফসল ফলাতে পারেনি কৃষকরা। পরে সেখানে সবজি চাষে উৎসাহ বাড়াতে কৃষকদের সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ দেয়া হয়। বর্তমানে সেখানে ২৫ একরের বেশি জমিতে ৪০ প্রকারের সবজি চাষ করা হচ্ছে।
ঝিওরি কৃষক সমবায় সমিতির কৃষক প্রদীপ দত্ত বলেন, খালের দুই পাড়ে লাল শাক, পুঁই শাক, পাট শাক, ডাটা শাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শশা, টমেটো, ধনেপাতা, বেগুন, ঝিঙ্গে, পটল, তিত ও মিষ্টি করলাসহ বিভিন্ন সবজির চাষ হচ্ছে। বর্তমানে ক্ষেতে ফলন আসতে শুরু করেছে। আশা করছি আমরা আর্থিকভাবে লাভবান হব।
বিএডিসির উপসহকারী প্রকৌশলী আজমানুর রহমান বলেন, চলতি বছরের শুরুতে ৯ লক্ষ টাকা ব্যয়ে ঝিওরি জোত খাল ও শিলাইগড়া গ্রামের ময়না জোড়া খাল খনন করা হয়েছে। এতে সুফল পেতে শুরু করেছে এলাকার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধরপ্তানিমুখী শিল্পকে বিধি-নিষেধের আওতামুক্ত রাখুন
পরবর্তী নিবন্ধআকর্ষণ যখন গয়ালে