বাঁশখালীর চাম্বলে নিজের দোকানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকাল উত্তোলন করতে গিয়ে এক ব্যবসায়ীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
ওই ব্যবসায়ীর নাম প্রকাশ কর্মকার (২৬)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি চাম্বল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চাম্বল কর্মকার পাড়ার কমল কর্মকারের পুত্র।
প্রকাশদের ২ ভাই ও ১ বোন রয়েছে। তিনি বিগত ৫/৬মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতকি ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে বাঁশখালীর চাম্বলে নিজ হার্ডওয়্যার দোকানের সামনে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রকাশ কর্মকার।
তিনি চাম্বল উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানান বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোছাইন।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখের হালদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়া এক লোককে হাসপাতালে আনা হয়েছে বলে শুনেছি।