পতাকা আমার

ইসমাইল জসীম | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

পতাকা আমার বুকের পাঁজর

মাথায় পরা তাজ,

সবুজের বুকে টকটকে লাল

রক্তের কারুকাজ।

পতাকা মায়ের শাড়ির আঁচল

জায়নামাজের পাটি,

পতাকা আমার সোনাফলা দেশ

বাংলাদেশের মাটি।

পতাকা আমার বোনের সম্ভ্রম

অসার বিধবা নারী,

ফেটে পড়া বুকে গগন বিদারী

ভাইয়ের আহাজারী।

পতাকা আমার নতুন স্বপন

নতুন দেশের আসা,

ফেলে আসা দিন, স্বপ্ন রঙিন;

নতুনের ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতায়
পরবর্তী নিবন্ধলাল গোলকের স্বাধীনতা