পটিয়ায় হাইদগাঁও পাহাড়ি এলাকায় দুই কৃষক অপহরণের শিকার হয়েছেন। ক্ষেতে কাজ করার সময় তাদের অপহরণ করা হয়। তাদের একজনকে ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুহাম্মদ আফজলের ছেলে হামিদ (৬০) এবং ৬ নং ওয়ার্ডের মনির আহমদের ছেলে মুজিব (৩০)। কৃষক হামিদকে ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় শেষে ছেড়ে মুক্তি দিলেও মুজিব কৌশলে দৌড়ে পালিয়ে আসেন।
গতকাল সোমবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের সাতগাছিয়া দরবার শরীফের পূর্ব পাশে পাহাড়ি এলাকায় নিজেদের শসা ক্ষেতে কাজ করার সময় এ অপহরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আবুল কাসেম জানিয়েছেন, হামিদ ও মুজিবসহ কয়েকজন তাদের নিজের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় পাহাড়ি সন্ত্রাসিরা তাদের ঘিরে ধরলে অন্যান্য কৃষকরা দৌড়ে পালিয়ে যান। কিন্তু হামিদ ও মুজিবকে সন্ত্রাসীরা আটক করে রাখে। অপহরণকারীরা মোবাইল ফোনে হামিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা অনেক কষ্টে ৩০ হাজার টাকা দিলে বিকেলে হামিদ মুক্তি পান। অন্যদিকে কৌশলে দৌড়ে পালিয়ে আসেন মুজিব।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, অপহরণের বিষয়ে কেউ কোনো ধরনের অভিযোগ দেননি। তাদের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।