নারায়নগঞ্জের ফতুল্লা কুতুবাইল এলাকার সাগার জুট ডায়ভার্সিফাইড ইন্ডাস্ট্রিজ নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান কম পণ্য রপ্তানির মাধ্যমে প্রায় পৌনে ৪ কোটি টাকা দেশে আনার চেষ্টা করেছে। একইসাথে প্রতিষ্ঠানটি প্রায় ৭৬ লাখ ৩৬ হাজার ৯৭২ টাকা সরকারি প্রণোদনার হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে।
গত বুধবার চিটাগাং কন্টেনার ট্রান্সপোর্টেশন কোম্পানি লিমিটেড (সিসিটিসিএল) ডিপোতে চালানো অভিযানে এ ঘটনা উদঘাটিত হয়েছে জানান চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. আহসান উল্লাহ।
কাস্টমস সূত্রে জানা গেছে, সাগার জুট ডায়ভার্সিফাইড ইন্ডাস্ট্রিজ ৪ কোটি ৭ লাখ ৬১ হাজার ৮৮৫ টাকা বাংলাদেশী মুদ্রায় ১২ টন ২১৫ কেজি পাটজাত পণ্য রপ্তানির ঘোষণা দিয়ে মাত্র ১ টন ৯৭ কেজি ৫২০ গ্রাম পণ্য পাঠাচ্ছিল। এতে করে মাত্র ২৫ লাখ ৭৭ হাজার ২৬ টাকার পণ্য রপ্তানি করে ৩ কোটি ৮১ লক্ষ ৮৪ হাজার ৮৫৯ টাকা অবৈধভাবে দেশে আনার চেষ্টা হয়েছে।
চালানটিতে দায়িত্বপ্রাপ্ত সিএন্ডএফ ছিল নগরীর শেখ মুজিব রোডের আজিজুল হক এন্ড কো. প্রাইভেট লিমিটেড।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওভার ইনভয়েসিং করে কম পণ্য রপ্তানির চেষ্টা করা নারায়নগঞ্জের প্রতিষ্টান সাগার জুট ডায়ভার্সিফাইড ইন্ডাস্ট্রিজের একটি রপ্তানি চালান জব্দ করা হয়। মূলত সরকার ঘোষিত ২০ শতাংশ নগদ প্রণোদনার অর্থ হাতিয়ে নেয়ার জন্য প্রতারণার অাশ্রয় নেয় রপ্তানিকারক।












