পণ্য পরিবহন মালিক শ্রমিকের যৌথ মতবিনিময় সভা

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

ইকোনমিক লাইফ আইন সংশোধন ও সড়ক পরিবহন আইনের ধারা সংশোধনের দাবিতে বৃহত্তর চট্টগ্রামের গণ ও পণ্য পরিবহন মালিক শ্রমিকের যৌথ মতবিনিময় সভা গতকাল শনিবার বিকালে নগরীর মোটেল সৈকতের একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী সভাপতি মোহাম্মদ মাহবুর আলমের সভাপতিত্বে ও মহাসচিব গোলাম রসুল বাবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন ফেনী ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ গোলাম নবী, প্রাইম মুভার অনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, পণ্য পরিবহনের উপদেষ্টা আব্দুল নবী লেদু, চট্টগ্রাম বন্দর ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল, হাজী মোহাম্মদ ইউনুস, হাবিবুর রহমান চৌধুরী, মো. নুরুল ইসলাম চৌধুরী, মোজাফফর আহমদ, মোহাম্মদ ইস্তাফিজুর রহমান, মোহাম্মদ সেকান্দর হুসেন চৌধুরী, কে এম মহিউদ্দীন, শ্রমিক নেতা সেলিম খান, আবুল খায়ের, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম উদ্দিন, উজ্জ্বল বিশ্বাস, লোকমান কন্টাকটার, সাঈদ মঈন সুমন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মনির আহম্মদ, মো. কদর আলী মুসা, অলী আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক নারী ও শিশু উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধহৃদরোগ ব্যবস্থাপনায় পিছিয়ে গ্রামাঞ্চল, প্রয়োজন বিশেষ বরাদ্দের