পণ্য পরিবহন ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

পণ্য পরিবহন ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার সংগঠনের কার্যকরী সভাপতি অনিল চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভা সংগঠনের কার্যালয় হাজী সৈয়দুর রহমান ম্যানসন, ৩৭৬ ডি.টি রোড, কদমতলী, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। আন্তঃজিলা মালামাল পরিবহন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাবুলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা হাজী সালাউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝিরঘাট ট্রাক মালিক সমিতির সভাপতি লায়ন এম মুছা বাবলু, চট্টগ্রাম আন্তঃজিলা বন্দোমবস্তকারী সমবায় সমিতির সভাপতি আব্দুল নুরু ও সাধারণ সম্পাদক মোঃ নুর খাঁন, চট্টগ্রাম ট্রাক ও কাভার্ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ফারুক।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান রুবেল। সভায় আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহসভাপতি এম কিবরিয়া দোভাষ, আজহারুল হক আজাদ, . কে. এম নবীউল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মজুমদার মানিক, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরে আলম রনী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শামসুজ্জামান সুমন, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক জাফর আহম্মদ ভুইয়া, কার্যকরী সদস্য মোঃ হারুনুর রশিদ দিদার, নুরুল ইসলাম সাহাবউদ্দিনসহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ। সভায় পণ্য পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা ও সমস্যা সমাধানের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ‘৯১ চট্টগ্রাম বিভাগের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধইমরোজ আলম