চট্টগ্রাম জেলার ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের নিয়মিত সভা গত শনিবার সন্ধ্যায় মুরাদপুরস্থ প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউসুফ সরওয়ার, মো. এমদাদুল হক, মো. আব্দুল সালাম, মো. নিজামউদ্দিন, মো. মিলন, মো. নজরুল ইসলাম দুলাল, মো. হোসেন তালুকদার, হাজী মো. আবু তাহের, মো. শাহজাহান, মো. খুরশেদ আলম, মো. শাহাদাত হোসেন, ফেরদৌস জামান মুকুল, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। সভায় বক্তারা পণ্য পরিবহনের ক্ষেত্রে অধিকতর সুযোগ-সুবিধা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।