সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে তাঁর বহদ্দারহাটস্থ বাসভবনে সম্প্রতি সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের নেতৃৃবৃন্দ। সাক্ষাতে নেতৃবৃন্দ পণ্য পরিবহনযানের টার্মিনাল নির্মাণে জরুরি প্রয়োজনীয়তা মেয়রের সামনে তুলে ধররেন। আলোচনা শেষে মেয়র সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অবিলম্বে এই টার্মিনাল নির্মাণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং শীঘ্রই তিনি বিষয়টি নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কার্ভাডভ্যান মালিক সমিতির সভাপতি লতিফ আহমেদ, যুগ্ম সম্পাদক ইউসুফ মজুমদার মানিক, আরিফুর রহমান রুবেল, মনিরুল ইসলাম চৌধুরী, শামসুজ্জামান সুমন। এসময় নেতৃবৃন্দ বলেন, নগর এলাকায় ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমমুভার-ট্রেইলার টার্মিনাল না থাকায় গাড়িচালক ও সহকারীরা এক অমানবিক পরিস্থিতিরও সম্মুখীন। প্রাকৃতিক ক্রিয়াকর্ম ও গোসলের মতো স্বাস্থ্যগত চাহিদা পূরণের কোনো ব্যবস্থা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে রাখা গাড়িগুলোর স্থানে থাকে না। ফলে প্রায়ই চালক বা সহকারীরা অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এছাড়া নগরীতে ভয়াবহ যানজট ও অসহনীয় জনদুর্ভোগ সৃষ্টির এটি অন্যতম প্রধান কারণ। সাক্ষাতে সংগঠন দুটির পক্ষ থেকে বিস্তারিত প্রস্তাবসহ মেয়রের হাতে একটি আবেদনপত্র দেওয়া হয়।












