পণ্যের বহুমুখীকরণ ও স্থায়ীত্ব শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল

সিজল প্রতিষ্ঠার ২৮ বছর

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

সিজলএর প্রধান কার্যালয়ে সিজনএর পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ‘পণ্যের বহুমুখীকরণ ও স্থায়িত্ব’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন সিজলএর ব্যস্থাপনা পার্টনার মো. শহীদ উল্লা কোরেশী এবং পরিচালক ড. মোহাম্মদ মন্‌জুরুল আলম সিআইপি। সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল ইউনিটের বিভাগীয় কর্মচারীকর্মকর্তাবৃন্দ।শুরুতে প্রধান অতিথি মো. শহীদ উল্লা কোরেশী বলেন, আমরা এদেশের সন্তান, এদেশকে ভালবাসা আমাদের পবিত্র দায়িত্ব। এদেশের প্রতিটি প্রতিষ্ঠান এবং সকল পেশার মানুষ যদি সততার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে বাংলাদেশ একদিন ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত হবেই। তিনি সিজলএর সকল কর্মকর্তাকে দুর্নীতিকে না বলার অভ্যাস এবং অপচয় না করার শপথ নেওয়ার অঙ্গীকার করান এবং বিভিন্ন ইউনিটের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকল ইউনিট প্রধানদের অনুরোধ জানান।

প্রতিষ্ঠার ২৮ বছর শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি এবং সিজলএর পরিচালক ড. মোহাম্মদ মন্‌জুরুল আলম সিআইপি বলেন, সমাজ সেবার ব্রতী নিয়ে সিজল ১৯৯৭ সালে যে কার্যক্রম শুরু করেছে, তা আজ ২৮ বছর শেষ করে, ২৯ বছরে পদার্পণ করেছে। আগের ন্যায় সামনের দিনগুলোতে সিজল তার ধারাবাহিকতা বাজায় রেখে ভোক্তার অধিকার রক্ষায় আরো সচেষ্ট এবং যত্নবান হওয়ার পাশাপাশি হবে।

সভাপতি সিজল পরিচালক মো. রফিকুল আলম বলেন, বর্তমান বিশ্ব উন্মুক্ত বাজার ব্যবস্থায় পণ্যের বহুমূখীকরণ ছাড়া প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা খুবই কষ্টকর, তাই সিজল এবার প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রায় ১২টি নতুন পণ্যের মোড়ক উন্মোচনসহ নতুন প্যাকেজিং, ওয়েব সাইটসহ বিভিন্ন ডিপার্টমেন্টের ইউনিফর্ম উদ্বোধন করা হয়।

সভায় আরো বক্তব্য দেন, সিজলের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, জেনারেল ম্যানেজার মো. মজিবুর রহমান, এজিএম মোহাম্মদ শাহিন, সিনিয়ার ম্যানেজার কাজী মো. আনিসুর রহমান, আরিফ বকাইল, ম্যানেজার কাজী আরাফাত হোসেন, মো. সুজন মিয়া, মো. সালেহ মুছা, মো. মাইন উদ্দিন পাটোয়ারী, মো. নাহিদুল ইসলাম ফাহিম, উত্তম কুমার চৌধুরী, কাজী আবু তৈয়ব, মো. নুরুল আমিন, সাজ্জাদ আহমেদ, ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম রাসেল, মেহেদী হাসান বাপ্পী এবং সেলস সেন্টারের প্রতিনিধিদের মধ্যে মো. জাহিদুল আলম, নাজমুল হোসেন, সুমন চন্দ্র নাথ, নিজাম উদ্দীন, এবাদতখানার ইমাম হাফেজ মো. আবু তৈয়ব প্রমুখ। সভায় সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া মাহফিলের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগংয়ের কার্যনির্বাহী কমিটি গঠিত