ক্রয়কারী বৃহৎ শিল্পের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) এই সেমিনারের আয়োজন করে। গতকাল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের জেলা কার্যালয় সভা কক্ষে প্রায় অর্ধশত উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ বিসিকের প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এতে সাব-কন্ট্রাকটিং প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধিত হওয়ার পরও সরকারি বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে বিশদ আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, ২০৪১ সালের আগে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই। পণ্যের গুণগত মান ঠিক রাখলে অবশ্যই আমদানি নির্ভরতা হ্রাস করা সম্ভব। ক্রয়কারী বৃহৎ শিল্পের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন করতে বিসিককে মনিটরিং করতে হবে। যা ক্ষুদ্র যন্ত্রাংশ ও পণ্য ক্রয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। খবর বাসসের।
বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন, ক্রয়কারী বৃহৎ শিল্পের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়নের জন্য আজকের সেমিনারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রায় অর্ধশত উদ্যোক্তা ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে মুক্ত আলোচনায় অংশ নেন।