চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাসহ বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ মে সকাল ৬টা থেকে ২০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগীয় ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম আন্তঃজেলা (রা.খা.রা) ট্রাক শ্রমিক ইউনিয়ন, কক্সবাজার জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন, কক্সবাজার ট্রাক–মিনিট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়ন, রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন, খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বান্দরবান জেলা ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রবিউল মাওলা। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদ নেতা হাজী আবদুস ছবুর।
লিখিত বক্তব্যে নেতারা বলেন, শ্রম আইন অনুযায়ী সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগ পত্র প্রদান, প্রশাসন কর্তৃক গাড়ির অন্যান্য ডকুমেন্টের সাথে নিয়োগপত্র চেকিংসহ অন্যান্য দাবিতে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ বাধ্য হয়ে এ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ নেতারা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ দাবিসমূহ পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন স্তরে বার বার আলাপ আলোচনার পরও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে আমরা নিরুপায় হয়ে এই কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে ঘোষিত দাবিসমূহ বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করছি। পরিষদ নেতারা ১৯ মে সকাল ৬টা থেকে ঘোষিত ৩৬ ঘণ্টা শ্রমিক কর্মবিরতি পালনকালে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরিষদ আহ্বায়ক রবিউল মাওলা, সদস্য সচিব আবুল খায়ের, শফিকুর রহমান, মো. ইলিয়াছ, হাজী আবদুস ছবুর, সেলিম খান, মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম, জহুর উল্ল্যাহ, মনতোষ ধর, মো. বেলাল, কদর আলী মুছা, মোহাম্মদ মুছা, নুরুল হক নুনু, হুমায়ুন কবির, মনির আহাম্মদ নিপু, মো. জসিম উদ্দিন, আরিফুল ইসলাম, মো. শাহজাহান, হাসান মাহামুদ, মো. আরিফ, নাছির উদ্দিন, মো. হারুন প্রমুখ নেতৃবৃন্দ।