পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে শিক্ষাসামগ্রী বিতরণ

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ির হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম পরিচালনাধীন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্চনা রানী আচার্য। সংগীতা শীল, লায়ন ডা. বরুণ কুমার আচার্য ও রতন আচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। উদ্বোধক ছিলেন কিরণ শর্মা। প্রধান অতিথি ছিলেন উত্তম কুমার শর্মা। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মনোজ কুমার দে, মাস্টার রতন কান্তি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক দয়াল রায়। বক্তব্য দেন, রুমি শীল, অণু শীল, সুমী দাশ, ঝর্না দাশ, অনিমা নাথ, শিপ্রা আচার্য, শুক্লা আচার্য, কৃষ্ণা রানী আচার্য, শ্রীমতি দাশ, তুষার শীল, শোভা শীল, মনি দাশ, রূপনা রানী আচার্য, আদেশ শীল, রুবেল শীল, রণ শীল, মানিক বড়ুয়া, আবু বড়ুয়া, সোনারাম আচার্য, শম্ভু প্রসাদ আচার্য। অনুষ্ঠান ১০০ জনকে শিক্ষাসামগ্রী ও ৫০ জনকে গীতা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধআনন্দবাজারে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের ইফতার সামগ্রী বিতরণ