ফটিকছড়ির হাইদচকিয়ার পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের একযুগ পূর্তি অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শিক্ষাসামগ্রী, সুরক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষাবৃত্তি, সংবর্ধনা ও আলোচনা সভা। বিদ্যাপীঠের পরিচালক তরুণ কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ ড. এ.আর. আচার্য্য। ডা. বরুণ কুমার আচার্য, রতন কুমার আচার্য্য ও সংগীতা শীলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. প্রবীর ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন দীলিপ কুমার শীল, প্রীতম চৌধুরী, দেশপ্রিয় চৌধুরী বিনয়, স্বপন চক্রবর্তী, সলীল আচার্য্য, পণ্ডিত বিপুল সরকার, আতিক উল্লাহ, জয় আচার্য, স্বয়ন আচার্য, মাস্টার মিলন নাথ, শিমুল ধর, প্রকৌশলী কাজল শীল, রবিন পাল, লিটু পাল, জানে আলম, আবু জাফর, লিংকন চক্রবর্তী, ডা. রনজিত কুমার শীল, আশিষ চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, সাগর দে, উজ্জ্বল দে, শুভাশীষ চৌধুরী, শিবু দাশ, প্রিয়াশীষ চক্রবর্তী, সুজন চক্রবর্তী, ছোটন দাশ, সুমন কুমার বণিক, রূপক দে, মানস চক্রবর্তী, উজ্জ্বল নাথ, বাবলা দে, আদিত্য সৈকত, রুবেল বিশ্বাস, ছোটন নাথ, জয়ন্ত দাশ জকি, লিটন মহাজন, অমর কান্তি দে, সুজন নাথ, লাভলু দে, উজ্জ্বল দে, অনিল দে, দীলিপ বিশ্বাস, পাঁচকড়ি শীল, জয়টু শীল, রুবেল শীল, জেএম তাওহিদ, ডা. সুশীল আচার্য, শিক্ষিকা কৃষ্ণকলি আচার্য, তুর্ণা আচার্য প্রমুখ। অনুষ্ঠানে ১৫০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার এবং ৫০ জন শিক্ষার্থীকে গীতা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।