ফটিকছড়ি হাইদচকিয়া পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গীতা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান গত ২১ মে অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সূর্যগিরি আশ্রম পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। বিশেষ অতিথি ছিলেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতি অর্চনা রানী আচার্য। প্রধান বক্তা ছিলেন সংগীতা শীল। অনুষ্ঠানে ৩০ জন ছাত্র-ছাত্রী অভিভাবককে ত্রাণসামগ্রী এবং ১০ জন শিক্ষার্র্থীকে গীতা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উপদেষ্টা শিপ্রা বসু মল্লিক, শিমুল পাল, প্রবোধ পাল, রুবেল শীল, সুজন শীল, মানিক বড়ুয়া, তিমির পাল, অভ্রনীল পাল, সোনারাম আচার্য, ডা. সুশীল আচার্য, স্বপন চক্রবর্তী, রাজীব আচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।