পড়ালেখার জন্য ছেলেকে বকা, অভিমানে ছেলের আত্মহত্যা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ১২:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির রাসেল মিয়া (১২) নামের এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ জোবরা গ্রামের আনোয়ার মাস্টার বাড়ির ভাড়া ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আত্মহননকারী রাসেল মিয়া উল্লেখিত এলাকার ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক ও রাবেয়া দম্পতির পুত্র।

প্রতিবেশী সুমন রাত সাড়ে এগারটার দিকে জানান, আমি বর্তমানে থানায় অবস্থান করছি। রাসেলের বাবা আবদুর রাজ্জাকের নিজ বাড়ি দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রামমোহনে। তবে গত চার বছর ধরে তারা ওই বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

ঢাকায় একটি অটোরিকশা গ্যারেজে কর্মরত মেকানিক আব্দুর রাজ্জাক গতকাল বুধবার তার কর্মস্থল থেকে মোবাইল ফোনে ছেলে রাসেলকে লেখাপড়ার জন্য বকাবকি করে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সে তার রুমের বিমের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা রাবেয়া ঘুম থেকে (পাশের রুম) উঠে তার ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা উপপরিদর্শক শাকিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওই এলাকার মাতবর সেকান্দর বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে এ প্রতিবেদককে আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক শাকিল রাত ১২ টার দিকে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল ছলিমপুরে শ্রমিকদলের নেতাকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি