‘কল্পনা ও ছন্দের অনবদ্য সৃষ্টি কবিতা। মোহীত উল আলমের কবিতা ছন্দবদ্ধ ও সহজ পংক্তির দীপ্ত উচ্চারণ; যা মনকে শান্তি দেয়। হৃদয় উত্তাপে মনকে শাণিত করে। পুরো কবিতায় গল্প বলে যাচ্ছেন, শেষ পংক্তিতে একটা মোচড়। এটাই কবিতা।’
গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে কবি ও কথাসাহিত্যিক মোহীত উল আলমের ‘পড়ন্ত বেলায় কবিতা শতক’ কবিতা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। কবির জীবন ও কবিতা নিয়ে আলোচনা করেন কবি ফাউজুল কবির, খুরশীদ আনোয়ার, অভীক ওসমান, হোসাইন কবির, এজাজ ইউসুফী, হাফিজ রশিদ খান, অধ্যাপক মুজিব রাহমান ও অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক মাহিনুর কুদসী ইসলাম, আলোকচিত্রশিল্পী মউদুদুল আলম, কথাসাহিত্যিক আজাদ বুলবুল, কবি কামরুল হাসান বাদল, কবি নাজিমুদ্দীন শ্যামল, সাংবাদিক ডেইজি মউদুদ, ডা. ইমরান বিন ইউনুস, কথাসাহিত্যিক বিচিত্রা সেন, ড. শ্যামল কান্তি দত্ত, অধ্যাপক আনোয়ারুল করিম, কবির সহোদরা নাজমাতুল আলম, কোহিনূর আক্তার, অগ্রজ বন্ধু এম ইব্রাহিম খান, ইঞ্জিনিয়ার শহিদুল হক, অধ্যাপক সোলায়মান চৌধুরী ও অধ্যাপক আলমগীর মোহাম্মদ। কবি মোহীত উল আলমের কবিতা আবৃত্তি করেন রাশেদ হাসান, মুজাহিদুল ইসলাম ও বর্ষা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।