পটিয়া হাসপাতালে সফল মেজর অপারেশন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত সফল মেজর অপারেশন সম্পন্ন করেছেন চিকিৎসকরা। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি ও অর্থোপেডিক্স সার্জারির মেজর অপারেশন শুরু হয়।

উপজেলার ভাটিখাইন ইউনিয়নের কাজী ফরিদুল আলম নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তির জটিল বারসাইটিস (বারসা প্রদাহ) রোগের সফল অপারেশনের মাধ্যমে প্রথমবারের মত মেজর অপারেশন শুরু করেন বিশেজ্ঞ ডাক্তাররা। অপারেশনে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. সুরজিত ঘোষ, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স সার্জারি), ডা. মো. সিরাজুল ইসলাম ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. সৌমেন বড়ুয়া, সহকারী হিসেবে ছিলেন ডা. সামিয়া আয়েশা ফারজানা ও সিস্টার ইনচার্জ শামীমা আক্তার। এছাড়াও এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, ডা. কাজী ফারহানা নূর, ডা. আল মামুন হামিদ। ডা. সৌমেন বড়ুয়া বলেন, এটি পটিয়াবাসী ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য একটি নতুন মাইলফলক। যে অপারেশনটি একটি বেসরকারি হাসপাতালে করাতে হলে কমপক্ষে ৬০৭০ হাজার টাকা খরচ হতো। আমাদের এখানে সামন্য ঔষধ খরচে এ অপারেশনটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ সংশ্লিষ্ট ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ডাক্তাররা মানুষের কল্যাণে কাজ করেন। যার কারণে বিভিন্ন বিষয়ে রোগীদেরও ডাক্তারদের নানাভাবে সহায়তায় এগিয়ে আসা উচিত। তিনি সকলকে সার্জারি এবং অর্থোপেডিঙ সার্জারির প্রয়োজনীয় শল্য চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।

রোগীর কন্যা কাজী তানজিনা আকতার জানান, আব্বুর পায়ের গোড়ালিতে টিউমার হয়েছিল। পটিয়া হাসপাতালে গতকাল বুধবার সকালে অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়। আব্বু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু