বৈকালিক প্র্যাকটিসে প্রথম জেনারেল এনেসথেসিয়া দিয়ে অপারেশন হলো পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এগারো বছরের এক শিশুকে জেনারেল এনেসথেসিয়া (রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে) দিয়ে টনসিল অপারেশন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, টনসিল অপারেশনের মাধ্যমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক প্র্যাকটিসে প্রথম অপারেশন করা হয়েছে। অপারেশনে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (নাক কান গলা) ডা. মানব কুমার চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. সৌমেন বডুয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা জেরিন, ওটি ইনচার্জ শামীমা আক্তার প্রমুখ।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ বলেন, হাসপাতালে বৈকালিক প্র্যাকটিসে প্রথম জেনারেল এনেসথেসিয়া দিয়ে একটি শিশুর টনসিল অপারেশন করা হলো। সরকারি নির্দেশনা অনুযায়ী পটিয়া হাসপাতালে প্রতিদিন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোস্টার অনুযায়ী চিকিৎসা সহায়তা দিচ্ছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলার মধ্যে একমাত্র পটিয়া উপজেলায় নিয়মিতভাবে জেনারেল এনেসথেসিয়া দিয়ে অপারেশন চালু আছে বিগত দেড় বছর ধরে।