পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক বছর ধরে অ্যাম্বুলেন্স নষ্ট, ৬ মাস ধরে চালক না থাকা, ৫০ শয্যার হাসপাতালে সরকারিভাবে ৩১ বেডের সাপোর্ট পাওয়া, ডাক্তার ও জনবল সংকটে অসন্তোষ প্রকাশ করেন পৌর মেয়র আইয়ুব বাবুল। পাশাপাশি কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পর্যাপ্ত অক্সিজেন ও কোভিড চিকিৎসার যাবতীয় প্রস্তুতি গ্রহণে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
গত সোমবার দুপুরে হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, হাসপাতালের চিকিৎসক ডা. জয়দত্ত বড়ুয়া, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, সরওয়ার কামাল রাজিব, হাসপাতালের এমটি ল্যাব দেবাশীষ বড়ুয়া সাজু প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ জানান, একদিন আগেই দায়িত্ব গ্রহণ করেছি। সবকিছু এখনো ভালোভাবে বুঝে নিইনি। এখানে সরকারিভাবে ২২টি বড় অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তাছাড়া কোভিড রোগীদের চিকিৎসা সেবায় দেয়া হুইপের দেয়া বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার রয়েছে। হাসপাতালে রাতের বেলায় চুরি ও বহিরাগত গাড়ি পার্কিং প্রতিরোধে তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।