পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এতে হাসপাতালের আলমিরার তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। হাসপাতালের পিছনের জানালার গ্রীল কেটে হাসপাতালে ঢুকে চোর। পরে দুটি কক্ষের দরজা ও ৪টি আলমিরার তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে ও ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। তবে টাকাগুলো ব্যক্তিগত বলে দাবি করেন হাসপাতালের হিসাব রক্ষক রাজিব। এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানিয়েছেন, হাসপাতালের হিসাব শাখার দুটি আলমারি ভেঙে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে থানায় মামলা দায়ের করা হবে।