পটিয়া হারালো লাকী স্টারকে

১ম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগের দ্বিতীয় দিনের খেলায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা জয় পেয়েছে। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পটিয়া উপজেলা ১-০ গোলে ফিরিঙ্গীবাজার লাকী স্টারকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। গতবারের লিগে দ্বিতীয় স্থান অধিকারী পটিয়া উপজেলা গতকাল ফিরিঙ্গীবাজার লাকী স্টারের চ্যালেঞ্জের মুখে পড়ে।

দু’দলই আক্রমণ প্রতি আক্রমণ করে খেলে। তবে ফিনিশিং দুর্বলতায় কেউ গোল আদায় করতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে ৪৪ মিনিটে বিজয়সূচক একমাত্র গোলটি করে পটিয়া উপজেলা। তাদের পক্ষে দলের অধিনায়ক বেলাল আহমদ গোলটি করেন (১-০)। দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টায় লাকী স্টার বেশ চেপে ধরে পটিয়া উপজেলাকে। তাদের আক্রমণে পটিয়ার রক্ষণভাগ নিচে নেমে খেলতে বাধ্য হয়।

তারপরও কাঙ্খিত গোল আদায় করতে পারেনি ফিরিঙ্গীবাজার লাকী স্টার। ৬২ মিনিটে তাদের উথোয়াচিং মার্মার শট ক্রসবার উচিয়ে চলে গেলে একটি ভালো সুযোগ হারায় তারা। রক্ষণভাগ সামলে পটিয়াও সুযোগ মতো আক্রমণে উঠে। তবে তারাও আর গোলসংখ্যা বাড়াতে পারেনি। ফলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় পটিয়াকে। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের বেলাল আহমদ। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এম.এ. কাসেম।
গতকাল খেলা শুরুর আগে পাকিস্তান জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় নূরুল ইসলামের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আজ ১ম বিভাগ ফুটবল লিগে একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে কর্তফুলী ক্লাব এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। খেলাটি দুপুর ২.৪৫টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআসিফ আকবরের ‘পোষা ময়না পাখি’
পরবর্তী নিবন্ধবিপিএল অভিজ্ঞতা সাহায্য করেছে রুশোকে