পটিয়ার লাখেরা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষার্থীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বায়োজিদ বোস্তামির মতো মায়ের দোয়া নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন।
গতকাল শনিবার দুপুরে লাখেরা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুসুম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তৈয়ব। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও ছাত্র–জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। বিদ্যালয়টির ৭ জন শিক্ষার্থী এই সংবর্ধনায় অংশ নেন। তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরফান, কালারপুল অহিদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবদুল করিম আনছারী, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার বসু, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সমর কান্তি দাশ। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কান্তি চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক জামাল আহম্মদ, পান্না বড়ুয়া, রুপনা চক্রবর্তী, সংগীতা বড়ুয়া, শিলু রানী দাশ গুপ্ত, সহকারী শিক্ষক রনি রঞ্জন দাশ, মুমু বড়ুয়া, প্রিয়াংকা চৌধুরী, জিন্নাত আরা ঝিনু, সুদীপ্ত চৌধুরী, কাজল কান্তি নাথ, সোনিয়া বড়ুয়া, আরিফা আহমদ, শাওন ভট্রাচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।