পটিয়া যুবলীগের আহ্বায়ক নগরীতে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ নগরী থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নগরীর সুগন্ধা এলাকার একটি বাসা থেকে পাঁচলাইশ থানা পুলিশ গ্রেফতার করেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহও আত্মগোপনে চলে যান। শুক্রবার রাতে পাঁচলাইশ থানা পুলিশ নগরীর সুগন্ধা থেকে অবশেষে পুলিশ গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার মামলা রয়েছে বলে পুলিশ জানান। পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলাইমান জানান, পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়ায় ছাত্রজনতার উপর হামলা করার মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ এ জেড এম শামসুজ্জামান খান
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন