পটিয়া মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের অভিষেক

| সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

পশ্চিম পটিয়ার মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের ২২-২৩ ইং কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল বিকালে সংগঠনের প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোলায়মান। সংগঠনের নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান, আরিফ মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ রকিবুল হাসান, গিয়াস উদ্দীন প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শামসুল আরেফিন তানভীর। আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আতাউর রহমান মানিক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেফাত হোসেন রবিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শপথনামা পাঠ করান। বক্তারা বলেন, মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ পরিবার, সমাজ, গ্রাম তথা রাষ্ট্রের বিপদগামী যুবসমাজকে সুনাগরিক, সমাজ ও দেশ প্রেমিক হিসাবে গড়ে তোলার কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ইটভাটার ড্রাম চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন
পরবর্তী নিবন্ধবড়দারোগাহাট ও দাউদকান্দিতে ওজন পরিমাপক স্কেল প্রত্যাহারের দাবি