পটিয়া উপজেলার তৃণমূল থেকে মহিলা ফুটবল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে পটিয়া মহিলা ফুটবল একাডেমি গঠনকল্পে এক সভা আজ স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও সিজেকেএস কাউন্সিলর ডা. সৈয়দ সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সাবেক কৃতি ফুটবলার নজরুল বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ওএএফসি কোচ নাছির উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার বাদশা মিয়া, কাউন্সিলর বুলবুল আকতার, সাবেক কৃতি ফুটবলার উদয়ন বড়ুয়া, বোরহান উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য পুলক চৌধুরী, সাবেক জাতীয় ফুটবলার জালাল উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার প্রদীপ সর্দার, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম ও হোসনা আরা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ডা. সৈয়দ সাইফুল ইসলামকে পটিয়া মহিলা ফুটবল একাডেমির চেয়ারম্যান মনোনীত করা হয়।