পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজনের মধ্যদিয়ে এসব ইউনিয়নে কমিটি গঠন করা হয়।
বিভিন্ন ওয়ার্ডে অনুমোদিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, ১ নং ওয়ার্ড সভাপতি জীবক বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, ২ নং ওয়ার্ড সভাপতি অনুপ বড়ুয়া, সাধারণ সম্পাদক অন্তু আচার্য্য, ৩ নং ওয়ার্ড সভাপতি রিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক জহিরুল আলম লাভু, ৪ নং ওয়ার্ড মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বখতিয়ার চৌধুরী, ৫ নং ওয়ার্ড সভাপতি ছৈয়দ শোয়েব হাজারী, সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি আবুল মনচুর চৌধুরী, সাধারণ সম্পাদক মো. বেলাল, ৭ নং ওয়ার্ড সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুনীল মল্লিক, ৮ নং ওয়ার্ড সভাপতি মো. মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ৯ নং ওয়ার্ড সভাপতি শংকর দত্ত, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন তালুকদার।
বড়লিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি উজ্জল চৌধুরী চন্দন ও সাধারণ সম্পাদক লায়ন ইউনুছ তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়। এ বিষয়ে পটিয়া উপজলো আ’লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী বলেন, গণতান্ত্রিক পন্থার মাধ্যমে এ কমিটিগুলো গঠন ও অনুমোদন করা হয়েছে।