গত ২৭ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগদান করতে যাওয়া পটিয়া উপজেলা বিএনপি নেতা শাহজাহান তালুকদার, যুবদল নেতা আবদুল নুর, মোহাম্মদ শওকত ও মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। এতে বলা হয় শনিবার রাতে ঢাকার পান্থপথের একটি হোটেল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে ২০২০ সালের পুরনো মামলায় আসামি দেখিয়ে জেলে প্রেরণ করে। গতকাল রোববার এক লিখিত বিবৃতিতে নেতৃবৃন্দ এর নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।
বিবৃবিতে নেতৃবৃন্দ বলেন, গনতন্ত্র হরণকারী স্বৈরাচারী সরকার হীন চক্রান্তের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের হামলা, মামলা ও নির্যাতন অব্যাহত রেখে একদফা আন্দোলনকে বাধা দেয়ার হীন চক্রান্তে লিপ্ত আছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রসৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, বর্তমান অনির্বাচিত সরকারও পারবে না। নেতৃবৃন্দ প্রশাসনকে নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত থেকে ভূমিকা পালন করার আহবান জানান এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












