পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বাহুলী শাখা গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় চিকন কাজী জামে মসজিদে গত ১৬ আগস্ট বাদ আসর সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)’র সালানা ওরশ মোবারক উপলক্ষে নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন চিকন কাজী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মুহাম্মদ নাছির উদ্দীন। প্রধান ওয়ায়েজীন ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আলহাজ্ব কাজী আবদুল ওয়াজেদ, বিশেষ বক্তা ছিলেন শাহাজাদা আলহাজ্ব মাওলানা মাসুম আলকাদেরী।
প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি পটিয়া পৌরসভার সভাপতি আলহাজ্ব কাজী আবু মুহসিন, বিশেষ অতিথি ছিলেন কে.এম. দিদারুল আলম, মুহাম্মদ সাইফুল ইসলাম, আহমদ জামিলসহ পটিয়া পৌরসভা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন ওরশ কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী আবু মুসা, সচিব কাজী নাদেরুজ্জামান সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।