পটিয়া বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোস্ট ভেঙে বাস খাদে

চালকসহ আহত ৪

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৯:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কে রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস স্ট্রিট লাইটপোস্ট ভেঙে রাস্তার পাশে খাদের কিনারায় গিয়ে হেলে পড়ে। এতে গাড়ির চালকসহ ৪ জন আহত হয়।

আজ শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাইপাস সড়কের পৌর সদরের করল-দক্ষিণঘাটা আন্তঃসংযোগ সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রিলাক্স পরিবহনের একটি চেয়ারকোচ (চট্টমেট্টো-ব-১১-০২৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্রিট লাইটের খুঁটি ভেঙে খাদের কিনারায় গিয়ে হেলে পড়ে। এসময় চালকসহ অন্তত ৪ আহত হয়েছে বলে জানা যায়।

আহতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ছৈয়দ নুরের ছেলে গাড়ি চালক কামাল উদ্দিন (৫০), পটিয়া উপজেলার খরনা ইউপির লালারখীল গ্রামের জয়নাব আক্তার (৫০) ও একই উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের বাসিন্দা রবিন (২২) এবং গাড়ির হেলপার।

গাড়ির হেলপারকে তাৎক্ষণিক চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয়রা। তবে তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা আরো জানান, দুর্ঘটনাকবলিত স্থানে সড়ক ফাঁকা ও আঁকাবাকা না হলেও কীভাবে দুর্ঘটনা ঘটলো তা বুঝা যাচ্ছে না। তবে তাদের ধারণা চালকের অমনোযোগিতা ও অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আরেকটু খাদে নামলে অনেকের প্রাণহানির ঘটনা ঘটত।

স্থানীয়রা আহতদের তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে আহত রবিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং চালককে পটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনার পর পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ারকোচটি রেকারের মাধ্যমে উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মানিক জানান, চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারমুখী রিলাক্স পরিবহনের যাত্রীবাহী চেয়ারকোচটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রাস্তার পাশে স্ট্রিট লাইটের খুঁটি ভেঙে রাস্তার পাশে থাকা লোহার রেলিংয় ভেঙে খাদের পাড়ে হেলে পড়ে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গিয়াস উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার শিকার ড্রাইভারসহ ৩ যাত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির এসআই বাবুল ইসলাম জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারায় হেলে পড়া বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ দুর্ঘটনায় বাস চালকসহ ৪ যাত্রী আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মিনিট্রাকের
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত