পটিয়া প্রিমিয়ার লিগে রিজেন্সী ক্লাব চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পটিয়া প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। ফাইনাল খেলায় রিজেন্সী ক্লাব ৭০ রানে মনসা তরুণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা মেয়র অধ্যাপক মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন। পটিয়া ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি শাহ্‌ আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক আবু হোসাইন, কাজী সোহেল, বাহুলী ক্লাবের দলীয় অধিনায়ক মো. সাজু, আবাহনী ক্রীড়া চক্র চক্রশালা শাখার দলীয় অধিনায়ক রাশেদুল ইসলাম ও উড়ন্ত পাখি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মো. ইসমাইল, ইকবাল হোসাইন, একরাম আলভী, নাজিম উদ্দিনসহ প্রমুখ। টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগে মিউনিসিপ্যাল সুপার থ্রী পর্বে উন্নীত
পরবর্তী নিবন্ধটিসিজেএ’র মুজিববর্ষ ক্রীড়া প্রতিযোগিতায় ৫টি ইভেন্ট সম্পন্ন