পটিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের ফরম বিতরণ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন পটিয়া পৌরসভা কমিটি গঠনকল্পে দলীয় ফরম বিতরণ শুরু হয়েছে। গত সোমবার বিকেলে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে জমির উদ্দিন আজাদের সভাপতিত্বে ও আবদুল রাজ্জাকের পরিচালনায় এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উদ্বোধক ছিলেন পটিয়া পৌর বিএনপি নেতা মোজ্জামেল হক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু।
বিশেষ অতিথি ছিলেন ইদ্রিস পানু, আজিজুল ইসলাম, আমির হোসেন, নজরুল ইসলাম, আবছার উদ্দিন, সাইফুল ইসলাম খোকন, আবু বক্কর সুজন মেম্মার, জালাল উদ্দিন মিন্টু, জাহাঙ্গী আলম, মনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, নাজিম উদ্দিন হরিনী, আবুদল মোমেন, সোলেমান, শহিদুল, ইসলাম চৌধুরী, শাহনেওয়াজ মন্টু, ইমরান হোসেন, রিয়াজুল ইসলাম রাজু, সেকান্দর হোসেন ডেভিট, আবুদল্লাহ আল মারুফ, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আলী, আলী আহম্মেদ মধু, দেলোয়ার, দিদার মোহাম্মদ মাসুদ, সুমন, জমির, আবদুল মোমেন, জিয়া, বাবু, নুর নবী, মান্নান, আবুল বাশার, দিল মোহাম্মদ, সানি ও সোহেল। এসময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলকে সারা দেশে সংগঠিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাদের যথাযথ মূল্যায়ন করার জন্য এ উদ্যোগ।

পূর্ববর্তী নিবন্ধপুরাতন ব্রিজঘাটে জাটকা ভর্তি ফিশিং ট্রলার আটক
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ