পটিয়া পৌর কিচেন মার্কেটে পুনর্বাসিত হলেন শতাধিক ভাসমান হকার

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার উদ্যোগে শতাধিক ভাসমান হকারকে পুনর্বাসন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভা মাল্টিপারপাস কিচেন মার্কেটে হকারদের পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল। এসব ভাসমান হকারকে পুনর্বাসনের ফলে পৌর সদরের আদালত রোড, ওয়াপদা রোড, স্টেশন রোড, ক্লাব ও ছবুর রোডসহ বিভিন্ন সড়কে যানজট নিরসন হবে এবং জনসাধারণের চলাচলের পথ সুগম হবে বলে মনে করেন স্থানীয়রা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর রুপক কুমার সেন, শফিউল আলম, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুল আলম, আওয়ামী লীগ নেতা তানিম আমিরী, মাহাবুবুল আলম, পৌরসভার নির্বাহী সচিব নেজামুল হক, পৌর কর্মকর্তা শরীফ খান, শহীদুল ইসলাম, বিধান দাশ, তপন শর্মা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসভা প্রমাণ করবে জনগণের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধচতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষার্থীদের তৈরি করতে হবে